Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতে সেমির লড়াইয়ে মুখোমুখি রোনালদো-ইব্রাহামোভিচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২০ পিএম

কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের বিপক্ষে লড়বে ইব্রাহামোভিচের এসি মিলান। মিলানের ঘরের মাঠ সান সিরোতে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার) রাত পৌনে ২টায়।

ইতালিয়ান কাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল জুভেন্টাস। চলতি মৌসুমেও আধিপত্য বিস্তার করে এগিয়ে যাচ্ছে রোনালদোর দলটি। তবে এসি মিলানের বিপক্ষে সেমিফাইনালের এই লড়াইটা বেশ গুরুত্বপূর্ণ তুরিনের বুড়িদের জন্য। কারণ খেলা হবে মিলানের মাঠে। তাই স্বাগতিক মিলান কিছুটা হলেও ঘরের মাঠের সুবিধা পাবে। তবে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান বলছে, জুভেন্টাস এগিয়ে আছে শতভাগ। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে তারা। তবে পরিসংখ্যান যেমনই হোক, এ ম্যাচে এসি মিলানের ইব্রাহিমোভিচ আর জুভেন্টাসের রোনালদোর খেলাতেই চোখ থাকবে ফুটবল বিশ্বের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ