বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিভিন্ন জাতীয় পত্রিকার আদলে নাম পরিবর্তন করে নকল ওয়েবসাইট পরিচালনা করার অভিযোগে গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূল মোহাম্মদকে (৩১) গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল র্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী জানান, নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে ২০১৮ সালে এনামুল হক নামে একজনেেক গ্রেফতার করা হয়।
এ সময় এনামুল হকসহ তার সহযোগী পলাতকদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। এর মামলার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার হওয়া নূর মোহাম্মদ ও তার সহযোগিতা সরকারবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর জন্য বিভিন্ন জাতীয় পত্রিকার আদলে হোস্টিং-ডোমেইন কিনে ওয়েবসাইট তৈরি করে। পরে ওই ওয়েবসাইট থেকে ভূয়া খবর প্রচার করে বিএনপি-জামায়াত বা সরকার বিরোধী বিভিন্ন খবর প্রচার করে। এতে ফেসবুক থেকে বেশি টাকা আয় করা সম্ভব বলে মনে করেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।