Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটরসাইকেল চোরচক্র আটক

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

রাজশাহীতে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্যকে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, প্রথমে চাঁপাইনবাগঞ্জ শিবগঞ্জের রশিয়া বেরিঘাটি এলাকার আফসার আলীর ছেলে সুমনকে (২৮) গ্রেফতার করা হয়। এরপরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে শিবগঞ্জের কালিগঞ্জ সুজাপুর এলাকার সাদেকুল ইসলামের ছেলে আল মামুনের (২৭) নাম বলে। এরপরে আল মামুনকে গ্রেফতার করা হয়।
আল মামুন জানায়, সে ৪০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনেছে। মামুনের কথায় সিন্ডিকেটের অপর সদস্য রিমনকে (১৫) গ্রেফতার করা হয়। রিমন লথনপুর হিন্দুপাড়া এলাকার মুকুলের ছেলে।
ওসি বলেন, রাজশাহী নগরীর আশপাশে যে মোটরবাইকগুলো চুরি হয় বেশির ভাগ এ চক্রই করে। এছাড়া সুমনের বিরুদ্ধে আরো মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোর সিন্ডিকেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ