Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাহোরে এমসিসির হয়ে খেলবেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩০ পিএম

গত ডিসেম্বরেই পাকিস্তানে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সফর চূড়ান্ত হয়েছিল। এই উপলক্ষে গেল মাসে স্কোয়াডও ঘোষণা করে এমসিসি কর্তৃপক্ষ। এবার এমসিসির এই পাকিস্তান সফরের সূচি এবং ম্যাচের ভেন্যু ঠিক হলো। এমসিসি স্কোয়াডের অধিনায়কত্ব করবেন শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

আগামী ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এক ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে পাকিস্তান যাবে এমসিসি। এ সফরের সবগুলো ম্যাচই হবে লাহোরে। মজার বিষয় হচ্ছে, অধিনায়ক কুমার সাঙ্গাকারা পাকিস্তানের যে মাঠে খেলতে নামবেন ঠিক এই মাঠেই আজ থেকে ১১ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন তিনি। ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল পুরো লঙ্কাবাহিনী। ওই হামলায় আহত হয়েছিলেন সাঙ্গাকারা।

এমসিসি স্কোয়াড : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বারগেস, ওলিভার হ্যানন-ডালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, রুলফ ফন ডার মারউই, রস হোয়াইটলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ