নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক অবসর নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এমন সুসংবাদ দিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। চলতি মাসে তিনটি টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অজিরা। সেই দলে ছিলেন ম্যাক্সওয়েলও। কিন্তু ইনজুরির কারণে এই সিরিজ থেকে চিটকে গেলেন তিনি।
বাম হাতে কনুইতে সার্জারি করাতে হবে ম্যাক্সওয়েলের। সার্জারির পরে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে তাকে। যার ফলে মার্চের শেষ দিকে শুরু হতে যাওয়া আইপিএলেরও কিছু ম্যাচ খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
নিজের ইনজুরির বিষয়ে অস্ট্রেলিয়া দলের মেডিকেল স্টাফদের ম্যাক্সওয়েল জানিয়েছেন, সবশেষ বিগ ব্যাশের মাঝামাঝি থেকেই কনুইয়ের ব্যথা তার সঙ্গী, যা গত সপ্তাহে অনেক বেড়ে গিয়েছে। স্ক্যান করে দেখা গিয়েছে হাড়ের মাঝে কিছু লিগামেন্ট আলগা হয়ে আছে। আর এ কারণেই মেলবোর্নে বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে সার্জারি করাবেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ৭ টেস্ট, ১১০ ওয়ানডে ও ৬১ টি-টোয়েন্টি খেলা ম্যাক্সওয়েলের জায়গায় দুই স্কোয়াডেই নেওয়া হয়েছে মারকুটে ওপেনার ডি’আরচি শর্টকে। আগামী ২১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে প্রথম টি-টুয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এ সফরের আনুষ্ঠানিক খেলা।
টি-টোয়েন্টি স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), মিচেল মার্শ, ডি’আরচি শর্ট, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
ওয়ানডে স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), জশ হ্যাজেলউড, মারনাস লাবুশেইনি, মিচেল মার্শ, ডি’আরচি শর্ট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।