নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বার্সেলোনায় তিন বছর আগে যোগ দিয়ে ধীরে ধীরে কাতালানদের আস্থার প্রতীক হয়ে উঠছিলেন ওসমান দেম্বেলে। লিওনেল মেসি আর লুইস সুয়ারেজদের দারুন সহায়তা করছিলেন এই ফরাসি তারকা। কিন্তু চলতি মৌসুমের বাকি সময় মাঠেই বাহিরেই কাটাতে হচ্ছে দেম্বেলেকে।
হ্যামস্ট্রিংয়ের চোট বড্ড ভোগাচ্ছে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে। ফলে অস্ত্রোপচার করতেই হলো দেম্বেলেকে। যে কারণে আগামী ছয় মাস মাঠে নামতে পারবেন না তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে, দেম্বেলের অস্ত্রোপচার ও শারীরিক অবস্থার কথা জানিয়েছে বার্সেলোনা। বিবৃতিতে কাতালান ক্লাবটি বলেছে, আমাদের প্রথম একাদশের ফুটবলার ওসমানে দেম্বেলের ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার সফল হয়েছে। ফরাসি তারকাকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে।’
২০১৭ জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড ১৪৭ মিলিয়ন ইউরো অর্থের বিনিময়ে বার্সেলোনায় যোগদান করেছিলেন ওসমান দেম্বেলে। কাতালান ক্লাবে যোগদানের পর থেকেই হ্যামস্ট্রিং চোটে জর্জরিত দেম্বেলে। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে মাত্র ৯ ম্যাচে মাঠে নামতে পেরেছেন তিনি। চোট সারিয়ে সম্প্রতি সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু গত সপ্তাহে অনুশীলনে ফের চোট পেয়ে বসেন বিশ্বজয়ী ফরাসি তারকা। প্রথম মৌসুমে হ্যামস্ট্রিং সমস্যার কারণে একইভাবে চার মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল দেম্বেলেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।