Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। এসময় তাঁরা অংশগ্রহণকারীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী দলসমূহের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ, রাবি প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে ১৯টি বিশ্ববিদ্যালয় দলের দুই শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ