Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাইরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণায় চলছে লবিং-গ্রুপিং

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিঙ্গাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হতেই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ১১ ইউনিয়নে ২ লক্ষ ভোট নিয়ে সম্ভাব্য ৪৬ জন চেয়ারম্যান প্রার্থী বড় দু’দলেরই মনোনয়ন পেতে দোড়ঝাঁপ শুরু ইতোমধ্যে। স্ব-স্ব দলের হাইকমান্ডের কাছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রধান বিরোধী দল বিএনপি প্রার্থী কম। অথচ ক্ষমতাসীন দল আ’লীগের প্রার্থীই বেশি। আ’লীগের নৌকা প্রতীক প্রত্যাশী একাধিক প্রার্থীর সঙ্গে আলাপ করে জানা গেছে, দলীয় প্রতীক না পেলেও তাহারা স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচন করবে আর এ সমস্যার জন্য স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা রয়েছেন নানা দুশ্চিন্তায়। তবে সাধারণ ভোটার আ’লীগ সমর্থিতদের আলাপ হলে তারা বলেন, দল থেকে যাকে সমর্থন দিবেন আমরা তাকেই ভোট দিবো। অন্য দিকে বিএনপি প্রার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তাহলে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো এতে কোন সন্দেহ নেই। তবে মামলা হামলা ও গ্রেফতার আতঙ্কে থাকতে হয় সর্বক্ষণ। ভোটারা আরও বলেন, সব দলের প্রার্থীরাই আমাদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু ভোট শেষ তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে আমরা সন্দিহান। সম্ভাব্য প্রার্থীরা সিংগাইর সদর ইউপি এর বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত দেওয়ান মাহবুবুর রহমান (মিঠু), মো. ফজলুল হক ভুইয়া ও আ’লীগ সমর্থিত মো. শেখ জাহিদ। তালেবপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান সিংগাইর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. রমজান আলী। অপরদিকে কামাল হোসেন অরফে ছানা মোল্লা। বায়রা ইউপি’র আ’লীগ সমর্থিত প্রার্থী দেওয়ান মো. জিন্নাহ (লাঠু), দেওয়ান মনিরুজ্জামান হিরু ও মো. সেলিম হোসেন। বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান মো. সোহেল। বলধারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওয়াবায়েদুর রহমান ও বিএনপি সমর্থিত রবিউল ইসলাম লিটু, জামশা ইউপি বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো. নূরুল হক, আবুল হাসেম খান, আলাউদ্দিন, আ’লীগ সমর্থিত মো. সিদ্দিক মোল্লা, মিজানুর রহমান মিঠু, ওসমান গনি খান, আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাস্টার ও মো. তারেকুল ইসলাম, সায়েস্তা বিএনপি’র বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক খান, আ’লীগের মো. আলীম কোম্পানী, মো. মোসলেম উদ্দিন চৌকদার, জিএফ ফিরোজ, জামির্ত্তা ইউপি’র জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান এড. এসএ খালেক, আ’লীগের আব্দুল হালিম রাজু, মো. আবুল হোসেন ও নুরুল ইসলাম বিএসসি, চান্দহর বিএনপি সমর্থিত মো. তানভির সরদার, মো. আমজাদ হোসেন, আ’লীগের বর্তমান চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল ও আফজাল মেম্বার, জয়মন্টপ ইউপি’র আ’লীগের বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন খান ও মো. আমিনুর রহমান সেন্টু, মো. আলমাছ উদ্দিন ও বিএনপি’র ইঞ্জিনিয়ার হাবিবুল আলম খান (মোহাম্মদ আলী), চারিগ্রাম বিএনপি’র বর্তমান চেয়ারম্যান মো. সাজেদুল আলম (স্বাধীন) তালুকদার, মো. আউয়াল হোসেন, আ’লীগের সালাউদ্দিন (রউফ) ও রিপন দেওয়ান, ধল্লা ইউপি’র আ’লীগের বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক খান (আনোয়ার মাস্টার), মো. জাহিদ ভুইয়া, মো. রমজান বেপারী, বিএনপি’র বর্তমান চেয়ারম্যান আব্দল আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মো. ইকবাল হোসেন শামীম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাইরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণায় চলছে লবিং-গ্রুপিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ