Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে শপথ নিতে হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০৮ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে শপথ নিতে হবে। বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলায় বিশ্ব চ্যাপিয়ন হয়ে দেশের মুখ উজ্জল করেছে। মেয়েরাও পিছিয়ে নেই। আর এটি সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। শেখ হাসিনা আমাদের বিশ্ব দরবারে সম্মানিত করেছে। তার নেতৃত্বেই এদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে। মঙ্গলবার বিকালে বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন ও একই স্থানে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,হালজায় লক্ষীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, সহকারী কমিশনার (ভুমিঃ) সোয়েব মো জবায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিকী সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, শিল্পপতি আলহাজ্ব এম, আব্দুল লতিফ। এছাড়া প্রমূখও উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলার ধর্ম্মপুর ইউপি’র বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন এবং পরে তিনি কাজীপাড়া দাখিল মাদ্রসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌপরিবহন প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ