Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে এনপলি নিবেদিত সাত নাটক

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদে স্বল্প বিরতির সাতটি নাটক নিবেদন করছে এনপলি। দেশের সেরা পরিচালকের সেরা গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সাত নাটক। এগুলো হলো শিহাব শাহিনের ‘সে রাতে বৃষ্টি ছিল’ (তাহসান ও রিচি সোলায়মান), সুমন আনোয়ারের ‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’ (জাহিদ হাসান ও রিচি সোলায়মান), তানিম রহমান অংশুর ‘ফ্লিপার’ (অপহৃর্ব ও মিথিলা), রাকেশ বসুর ‘ডাকবাক্স’ (সজল ও মম), তুহিন হোসেনের ‘শীষ বাবু’ (চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ), শাফায়েত মনসুর রানার ‘এক্স ওয়াই জেড’ (জন, অপর্ণা ঘোষ) ও গৌতম কৈরির ‘অপর পৃষ্ঠার গল্প’ (অপি করিম)। ইতিমধ্যে নাটকগুলোর দৃশ্যধারণ শেষ হয়েছে। স্বল্প বিরতীর এই নাটকগুলো প্রযোজনা করছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘অনেক দর্শকের সঙ্গে কথা বলে আমরা জেনেছি, মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের কারণে এখন দর্শকরা আমাদের দেশের টেলিভিশনের চেয়ে ভারতের টেলিভিশন বেশি দেখছেন। আর সে কারণেই আমরা এবার স্বল্প বিরতীর নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। পুরো নাটকের মাঝে শুধুমাত্র এক মিনিট বিশেষ বিজ্ঞাপন বিরতী দেওয়া হবে।’ নাটকগুলো আসছে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে এনপলি নিবেদিত সাত নাটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ