Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য শ্যালোজ

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

হমে কোলে-সেরা পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘দ্য শ্যালোজ’। ‘রান অল নাইট’ (২০১৫), ‘নন-স্টপ’ (২০১৪), ‘আননোন’ (২০১১), ‘অরফান’ (২০০৯), ‘গোল টু : লিভিং দ্য ড্রিম’ (২০০৮) এবং হাউস অফ ওয়াক্স’ (২০০৫) কোলে-সেরা পরিচালিত চলচ্চিত্র।
চিকিৎসাশাস্ত্রের ছাত্রী ন্যান্সি (বেøক লাইভলি)। একজন শখের সার্ফার। এবারের ছুটিতে সে সার্ফিং করে সময়টা কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সে কিছুটা উষ্ণতর এলাকাকে বেছে নিয়েছে সার্ফিংয়ের জন্য। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না কী ধরনের বিপদে পড়তে যাচ্ছে। সে আসলে বেছে নিয়েছে হাঙ্গরের খাদ্য সংগ্রহের একটি অঞ্চলকে। তার সার্ফিং স্পটে পৌঁছেই সে বাড়িতে জানিয়ে দেয় সে নিরাপদে পৌঁছেছে। সময় নষ্ট না করে সে সার্ফিং শুরু করে দেয় তরঙ্গ বহুল সাগরে। সার্ফিং শুরুর কিছু পরেই নির্জন এলাকাতে একটি বিশাল শ্বেত হাঙ্গর তাকে নিচে থেকে আক্রমণ করে। শরীরে কয়েক জায়গায় আঘাত পাবার পরও সে তীর থেকে ২০০ গজ দূরে একটি পাথরের ওপর আশ্রয় নিতে সক্ষম হয়। সে অপেক্ষা করতে থাকে উদ্ধার পাবার জন্য। এর মধ্যে অন্য সার্ফাররা আসতে শুরু করে সেই সৈকতে। সে তাদের সতর্ক করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এখন সৈকতে পৌঁছবার জন্য তাকে একাই চেষ্টা করতে হবে। আর হাঙ্গরটিও তার সেই পাথরকে ঘিরে সাঁতরাতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য শ্যালোজ

৪ জুলাই, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ