Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩০ পিএম

২০১৬ ও ২০১৭ সালের পর তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার। গতকাল (সোমবার) রাতে মেলবোর্নে হয় অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ) অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেখানেই ওয়ার্নারের হাতে অজি বর্ষসেরা ক্রিকেটার অ্যালান বোর্ডার পুরস্কার তুলে দেয়া হয়। এ পুরস্কারের লড়াইয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বদেশী ব্যাটিং স্টিভেন স্মিথ ও পেসার প্যাট কামিন্স।

একই সঙ্গে বছরের সেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কারটিও ওয়ার্নারের হাতেই উঠেছে। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ওপেনার অ্যারন ফিঞ্চ। আর সেরা টেস্ট ক্রিকেটারের পদক পেয়েছেন তরুণ মার্নাস লাবু্শেইন। এছাড়া মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের বেলিন্ডা ক্লার্ক পদক জিতেছেন অ্যালিস পেরি।

২০১৯ জানুয়ারি থেকে ২০২০ সালের এ সময় পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে এ পুরস্কার দিয়েছে সিএ। আলোচিত সময়ে অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ১৮১৫ রান করেন ওয়ার্নার। এর মধ্যে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার সেরা ৩৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হন ডেভিড ওয়ার্নার। সেই নিষেধাজ্ঞা কাটিয়েই ২০১৯ সালের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ