Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকবর অধিনায়ক, বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের তিনজন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:১৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের পাতায় প্রথমেই হয়তো লেখা থাকবে বাংলাদেশ যুব ক্রিকেট দলের অধিনায়ক আকবরের নাম। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোন টুর্নামেন্টে বাংলাদেশকে শিরোপা এনে দিয়েছেন তিনি। শুধু অধিনায়ক হিসেবেই নয় ফাইনালে তিনি যা করে দেখিয়েছেন অনেকেই তাকে তুলনা করছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে।

একের পর এক উইকেট পড়ে যখন বাংলাদেশ দল হারতে বসেছিল তখন ঢাল হয়ে দাঁড়ান বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। অন্য ব্যাটসম্যানরা ভুল করলে ও নিজের ধৈর্যের পরিচয় দিয়ে ম্যাচে জয়লাভ করে মাঠ ছাড়েন তিনি।

তার এ বিচক্ষণতা ও ঠান্ডা মাথার নেতৃত্ব গুণ নজর কেড়েছে আইসিসিরও। তাইতো আসরের সেরা একাদশের দায়িত্ব তার কাঁধে দিয়ে দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা।

সেরা একাদশে দুই ফাইনালিস্টের ছয়জন জায়গা করে নিয়েছে। দলটিতে বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ তিন জন করে আছেন। এছাড়াও দুইজন করে আছেন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। আর একজন শ্রীলঙ্কার।

টুর্নামেন্ট সেরা ভারতীয় ওপেনার যশস্বী জাইসওয়ালের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামবেন আফগানি ইব্রাহিম জাদরান। তিনে জায়গা করে নিয়েছেন লঙ্কান রাভিন্দু রাসান্থা।

সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানো মাহমুদুল হাসান জয় আছেন চারে। তারপরে নামবেন আরেক বাংলাদেশি শাহাদাত হোসেন। ছয়ে জায়গা করে নিয়েছেন ক্যারিবিয়ান নাইম ইয়ং। আর সাতে দলের অধিনায়ক ও উইকেট রক্ষক হিসেবে আছেন ফাইনাল সেরা টাইগার আকবর।

দলে দুইজন স্পিনারকে রেখেছে আইসিসি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আফগান বাঁহতির সঙ্গে আছেন শীর্ষ উইকেট পাওয়া ভারতীয় লেগি রাভি বিষ্ণয়। পেস আক্রমণে ভারতীয় কার্তিক তিয়াগির সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জায়ডেন সিলস।

আইসিসি ২০২০ যুব বিশ্বকাপের সেরা একাদশ : যশস্বী জাইসওয়াল (৪০০ রান), ইব্রাহিম জাদরান (২৪০ রান), রাভিন্দু রাসান্থা (২৮৬ রান), মাহমুদুল হাসান জয় (১৮৪ রান), শাহাদাত হোসেন (১৩১ গড়ে ১৩১ রান), নাইম ইয়ং (১৪০ রান ও ৮ উইকেট), আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক/ ৬৯ গড়ে ৬৯ রান), শাফিকউল্লাহ গাফারি (১৬ উইকেট), রাভি বিষ্ণয় (১৭ উইকেট), কার্তিক তিয়াগি (১১ উইকেট), জায়ডেন সিলস (১০ উইকেট)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ