Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:১০ পিএম

পাকিস্তানে ব্যর্থতা সঙ্গী করেই পাকিস্তান থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় দল। অবশ্য পুরো দল নয়। প্রথম দফায় ফেরার তালিকায় আছেন ১২ টাইগার ক্রিকেটার।

পাকিস্তানের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতেও হার নিয়ে ফিরেছিল। ১৬ বছর পর দেশটিতে সাদা পোশাকের ক্রিকেট খেলতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছে। ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানে পাকিস্তান জিতেছে রাওয়ালপিন্ডি টেস্টে।

মঙ্গলবার বিকেলে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান টাইগার ক্রিকেটাররা। প্রথম দফায় ঢাকায় পা রাখলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন দাস ছাড়াও ১২ জন ক্রিকেটার। বুধবার দলের বাকি সদস্যরা ফিরবেন রাজধানীতে। এই দলে আছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।

মাথা নিচু করেই ফিরতে হলো তাদের। কারণ রাওয়ালপিন্ডিতে ব্যাট-বল দুটোতেই সেভাবে খুঁজে পাওয়া যায়নি মুমিনুল হকদের। সবচেয়ে হতাশ করলেন ব্যাটসম্যানরা। সব মিলিয়ে দেশের বাইরে টানা নবম টেস্টে হার দেখল বাংলাদেশ। এর আগে ভারত সফরেও আড়াই দিনে দুটো টেস্টে হার মানে দল।

পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ এখনই শেষ হচ্ছে না। আসছে এপ্রিলে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে ফের দেশটিতে যাবে বাংলাদেশ দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ