Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকবরদের অভিনন্দন জানিয়েছেন বিশ্বতারকারাও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৩ পিএম

বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিলেন আকবর আলী, পারভেজ হোসেনরা। জিতে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের মনও। বাংলাদেশের নতুন প্রজন্ম ক্রিকেট দুনিয়াকে বার্তা দিয়ে রাখল-আমরা আসছি।
এই জয়ের পর বাংলাদেশের যুবাদের অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন অনেকেই। আকবরদের বড় ভাইয়েরা অর্থাৎ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমরা তো আছেনই। দেশের বাইরের অনেক ক্রিকেটাররাও অভিনন্দন জানিয়েছেন আকবরের দলকে।
ভারতের সাবেক স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘এটি একটি দারুণ ফাইনাল ছিল। শিরোপা জেতার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ভারত দল মন খারাপ করো না। তোমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছ।’ ভারতের সাবেক বোলার ইরফান পাঠান লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। এই জয়টি বাংলাদেশের ক্রিকেটে বড় ভূমিকা পালন করবে। ভারত দলও ভালো খেলেছে।’
সাবেক পাকিস্তান জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল তার টুইটে লেখেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের বিপক্ষে একটা চমৎকার ক্রিকেট দেখলাম।’ পাকিস্তান নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক সানা মীর মনে করেন, ক্রিকেট দুনিয়াকে কড়া এক বার্তাই দিয়েছেন বাংলাদেশের এ উদীয়মান ক্রিকেট তারকারা। সানা লিখেছেন, ‘ক্রিকেট দুনিয়াকে কড়া এক বার্তাই দিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ।’ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও অভিনন্দন জানিয়েছেন আকবরদের, ‘অনূধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোয় বাংলাদেশ দলকে অভিনন্দন।’ পাকিস্তানি সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ লিখেছেন, ‘বড় অর্জনের জন্য অভিনন্দন। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’
ক্রিকেট ধারাভাষ্যকার হার্ষা ভোগলে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে অসাধারন একটা উপলক্ষ্য। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটাই তার প্রমাণ। যোগ্যতর দল হিসেবেই জিতেছে।’ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস তার অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘অভিনন্দন টাইগার্স। আশাকরি এই জয় পুওেরা পৃথিবীতেই নতুন একটা অনুপ্রেরণা তৈরি করবে।’ সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার টম মুডি লেখেন, ‘বাংলাদেশের জন্য সেরা মুহুর্ত। তারা জয়ের দাবিদার ছিল।’
দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার জেপি ডুমিনি তার টুইটারে লিখেছেন, ‘পটেফস্ট্রুমে বাংলাদেশের অসাধারন নৈপুন্য। তারা এখন অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন। ভারতও ভালো লড়াই করেছে। পুরো আসরজুড়েই বিশ্বননন্দিত ক্রিকেট উপহার দিয়েছে তারা। অভিনন্দন বাংলাদেশ।’
ইয়ন বিশপ টুইটারে লেখেন, এটি অসাধারণ ফাইনাল হয়েছে। দুই দলই অসাধারণ খেলেছে। কিছু বোলিং আজ তীব্র এবং পরিপক্ক ছিল। অভিনন্দন বাংলাদেশ তাদের প্রথম বিশ্বকাপ জেতার জন্য। তারা এটার উপযুক্ত। শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা লেখেন, ‘অসাধারণ জয় বাংলাদেশ দলের। অসাধারণ আবেগ, প্রতিভা এবং প্রস্তুতি। সাবাশ।’
আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার গুলবাদিন নাইব লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বাঁধাই করে রাখার মত মুহুর্ত। পুরো টুর্নামেন্টজুড়েই ভালো খেলেছ।’
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিশিয়াল টুইটারে লেখে, বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ এর জয়জয়কারের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতায় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নিজস্ব টুইটার থেকে শুভেচ্ছা জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ