পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহারকৃত আলোচিত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রায় প্রস্তুত। ইতিমধ্যেই তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে এটর্নি জেনারেল কার্যালয়। তবে এই তদন্ত প্রতিবেদন এখনও দাখিল করা হয়নি। গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চকে এ তথ্য জানান সরকারপক্ষের কৌঁসুলি ডেপুটি এটর্নিজেনারেল অমিত তালুকদার। আদালত থেকে বেরিয়ে তিনি জানান, মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যাবহারের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। তবে রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। আশা করি, শিগগিরই এ রিপোর্ট হাতে আসবে। আদালত তখন রিটকারীর আইনজীবীর উদ্দেশে বলেন, তাহলে পুলিশের প্রতিবেদনটা আগে দেখুন।
এরপর আদালত পরবর্তী শুনানির জন্য আগামি ৫ এপ্রিল তারিখ ধার্য করেন। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন। হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ক্ষমতা অপব্যাবহারের তদন্তের নির্দেশন চেয়ে রিট করেন তিনি। রিটে এসপি হারুনের ক্ষমতার অপব্যবহার ও দুনীর্তি সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। গত বছরের ১২ নভেম্বর রিট শুনানি মুলতবি রাখেন হাইকোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।