Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার শাহরুখ ক্যাটরিনা জুটি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ২:৫২ পিএম

পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনে তাকে দেখা গিয়েছিল। ক্যাটরিনা কাইফ। সেই সন্ধ্যায় শাহরুখও এসেছিলেন। শুধু তা-ই নয়, ক্যাটরিনা ও শাহরুখের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘জিরো’ সফল না হলেও, শোনা যাচ্ছে, দু’জনে আবার একসঙ্গে ছবিতে কাজ করবেন।

আব্বাসের সাতেও ক্যাটরিনার বন্ধুত্ব দীর্ঘদিনের। মুম্বাইয়ের দৈনিক প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী আব্বাসের অ্যাকশন নির্ভর ফিল্মে এ বার কাজ করবেন ক্যাটরিনা। ছবিটির চিত্রনাট্য লেখা চলছে। তার মাঝেই এই ঘোষণা।

আব্বাসের এই নতুন ছবিতে এমন কিছু স্টান্ট আর অ্যাকশন থাকবে যা আগে হিন্দি ছবিতে হয়নি। আর এই কারণেই ক্যাটরিনার মতো ফিটনেস ফ্রিক নায়িকাকেই আব্বাসের পছন্দ। এই ছবিতে ক্যাটরিনার সুপারহিরো হিসেবে আত্মপ্রকাশ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বলিউডে। মার্চে অক্ষয় কুমারের সাথে জুটি বেঁধে ক্যাটরিনার নতুন ছবি ‘সূর্যবংশী’ আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ ক্যাটরিনা

১০ ফেব্রুয়ারি, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ