Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই দফা পিছিয়ে পরেও বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩২ এএম

দুই দফা পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে রিয়াল বেতিসকে হারাল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচে ৩-২ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। এ জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে এনেছে কিকে সেতিয়েনের দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ে সের্হিও কানালেসের সফল স্পট কিকে। ডি-বক্সের ভেতরে ক্লেমোঁ লংলের হাতে বল লাগলে শুরুতে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। পরে ভিএআর দেখে স্পট কিকের সিদ্ধান্ত দেন তিনি। তার তিন মিনিট পর দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফ্রেংকি ডি ইয়ং। চার মিনিট পর আর্তুরো ভিদাল মাঝমাঠে বল হারানোর পর পেয়ে যান নাবিল ফেকির। ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে বেতিসকে ফের এগিয়ে নেন ২৬ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেক দফা সমতার স্বস্তি ফেরে বার্সেলোনার তাঁবুতে। মেসির লম্বা ফ্রি কিকের পর ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান সের্হিও বুসকেতস। বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

৬৬তম মিনিটে জর্দি আলবার কাছ থেকে ফিরতি পাস পেয়ে মেসির নেওয়া শট দূরের পোস্ট দিয়ে অল্পের জন্য বাইরে দিয়ে যায়। ছয় মিনিট পর মেসির ক্রসে লংলের হেড জাল খুঁজে পেলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বার্সেলোনা।

৭৬তম মিনিটে বেতিসের ফেকির ও তিন মিনিট পর বার্সেলোনার লংলে দ্বিতীয় হলুদ কার্ড পেলে দুটি দলই পরিণত হয় ১০ জনের দলে।

ওসাসুনাকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া রিয়াল ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ