Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজিপুরের চরাঞ্চলে গরু চোরদের মহড়া

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
যমুনার চরাঞ্চলে গরু চোরদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরই রোজার মাসের আগে থেকে কোরবানি ঈদের পূর্বে নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, শুভগাছা ও মনসুর নগর ইউনিয়নের যমুনার চরাঞ্চলে শতাধিক গ্রামে গরু চোরদের মহড়া চলে। মোটা-তাজাকরণের জন্য কৃৃষকরা যেসব গরু পালন করে সেগুলো ঈদের আগে সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে নৌকা করে চুরি করে নিয়ে যায়। কখনো কখনো এসব চোর গৃহস্থকে মারধর করে এমনকি হত্যা করে গরু নিয়ে যায়। এবছরও সংশ্লিষ্ট এলাকায় এসব চোরের মহড়া চলছে। চরছিন্না, মাজনাবাড়ী, ছালাল, যুক্তিগাছা, ফুলজোড়, তেকানী, পীরগাছা, গোদারবাগ, ডগলাস ভেটুয়া, বিলধলী, পানাগাড়ী, চরগিরিশ, ভেটুয়াজগন্নাথপুর, আফানিয়া, ডিক্রীদোরতা, গোয়াল বাথান, সানবান্ধা, কান্তনগর, চরবুরুঙ্গী, রঘুনাথপুর, নাটুয়ারপাড়া প্রভৃতি গ্রামে গরু চোরেরা মহড়া দিচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এসব গ্রামে কৃষকরা রাত জেগে পাহারা দিচ্ছে। গত মাসে সোনামুখী ইউনিয়নে ৬/৭টি গরু চুরি হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান রাদেশ কবীর চাঁন্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাজিপুরের চরাঞ্চলে গরু চোরদের মহড়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ