বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামীলীগের প্রেডিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার কৃষকদের যাতে ধান কাটতে ও লাগাতে সুবিধা হয় সেই জন্য অর্ধেক দাম দিয়ে ধান কাটার ও লাগানোর মেশিন কিনে দিবে। বর্তমান সরকারের ১১ বছরের সারের দাম এক টাকা ও বাড়েনি। দেশে কোন খাদ্য ঘাটতি নেই তিনি গতকাল রোববার রাতে আড়াইহাজার উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শাহজালাল মিয়া, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ও সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন ২৫টাকার সারের দাম কমিয়ে ১২টায় করতে। বিগত জোট সরকারের আমলে কৃষকরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে সার কিনতে পারেনি। বর্তমানে দেশ অর্থনীতি উন্নয়নের শিহরে দাড়িয়েছে। বিগত সরকার ধ্বংস করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের নিয়ে চিন্তা করেন। এর আগে মন্ত্রী উপজেলার বিশনন্দীতে নির্মানাধীন ফলিত ও পুষ্টি গবেষনা ইনস্টিটিটিউট এর বোর্ড সভায় যোগদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।