Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুর পর চিকিৎসককে ফুলের মালা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

প্রসব যন্ত্রণায় রোগী ছটফট করলেও চিকিৎসক আসেননি। একাধিক কল বুক করা হলেও তিনি আসেননি। পরে ওই প্রস‚তি মারা যেতেই রোগীর আত্মীয়রা হাসপাতালে এসে বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, হাসপাতালের সামনে লাশ রেখে অভিযুক্ত চিকিৎসককে গলায় মালা পরিয়ে হাত জোর করে টাকা গুজে দেয়া হয়। শনিবার ভারতের পশ্চিমবঙ্গে লালবাগ মহকুমা হাসপাতালে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জিয়াগঞ্জের শতাব্দী দত্ত হালদার নামের এক গৃহবধ‚ শনিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণায় রোগী ছটফট করলেও চিকিৎসক আসেননি। কর্মরত চিকিৎসক বাসব সাহাকে একাধিক কল বুক করা হলেও তিনি আসেননি। পরে ওই প্রস‚তি মারা যেতেই রোগীর আত্মীয়রা হাসপাতালে এসে বিক্ষোভ দেখান। হাসপাতালের সামনে মৃতদেহ রেখে অভিযুক্ত চিকিৎসককে গলায় মালা পরিয়ে হাত জোর করে টাকা গুঁজে দেন। মৃতের চাচা বাপ্পা দত্ত বলেন, ‘চার বার লোক পাঠানো হলেও ডাক্তার আসেননি। যখন এলেন তখন সব শেষ’। অভিযুক্ত চিকিৎসক বলেন, আমার শরীর খারাপ ছিল। সে জন্য সিস্টারদের টেলিফোনে নির্দেশ দিয়েছি’। তবে, তিনি স্বীকার করে নেন তাকে চারবার কল দেয়া হলেও আসতে পারেননি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোগী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ