Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‌দুর্দান্ত শুরুর পর চাপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৫১ পিএম | আপডেট : ৮:০৬ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশকে ডাকছে ইতিহাস। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে এই ইতিহাস লিখতে বাংলাদেশের চাই ১৭৮ রান। বাংলাদেশের শুরুটা দারুন হয়েছে। দুই ওপেনার মিলে তুলে ফেলেন ৫০ রান। এরপরই এই জুটি ভাঙেন রবি বিঞ্চু। আউট হয়ে যান তানজিদ (১৭)। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়ও ভরসা দিতে পারেননি। বিঞ্চুর দুর্দান্ত এক ডেলিভেরিতে বোল্ড হয়ে গেলেন মাত্র ৮ রান করে।
এখান থেকে একটা বড় জুটি দরকার ছিল। কিন্তু তৌহিদ হৃদয় সেটা করতে ব্যর্থ হলেন। তিনি বিঞ্চুর বলে এলবিডব্লু হয়ে গেলেন। বিঞ্চুর বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পড হলেন শাহাদত হোসেন (১)। এর আগেই অবশ্য রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে গিয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন (২৫)। হঠাৎ করেই চাপে পড়া বাংলাদেশ এ প্রতিবেদন লেখার সময় ১৭ ওভারে ৪ উইকেটে ৬৪ রান তুলেছে। অধিনায়ক আকবর আলী ২ রান নিয়ে ব্যাট করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ