প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রযোজক ক্যাথরিন কেনেডি জানিয়েছেন ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের পঞ্চম পর্ব রিবুট নয় বরং মৌলিক একটি পর্ব হবে আর মূল অভিনেতা হ্যারিসন ফোর্ডই ইন্ডিয়ানা জোন্সের ভূমিকায় অভিনয় করবেন। এর আগে হলিউডে জোর গুজব চলছিল ইন্ডিয়ানা জোন্সের ভূমিকায় ক্রিস প্র্যাট ফোর্ডের স্থলাভিষিক্ত হবেন। এখনও চলচ্চিত্রটির নাম স্থির হয়নি আর চাবুক হাঁকানো দুর্ধর্ষ প্রত্নতত্ত্ববিদ জোন্সকে নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করবেন স্টিভেন স্পিলবার্গ। জানা গেছে এখন চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। এক সময় ঘোষণা দেয়া হয়েছিল ২০১৯ সালে পঞ্চম পর্ব মুক্তি দেয়া হবে, কিন্তু দুবার সেই পরিকল্পনা বাতিল করা হয়। বিবিসিকে এক সাক্ষাতকারে কেনেডি বলেছেন : “আমরা আমাদের পরিকল্পনা মত চিত্রনাট্য লিখছি। তারপরই কাজ শুরু হবে।” রিবুটের গুজব সম্পর্কে তিনি বলেন : “আরে না, হ্যারিসন ফোর্ড থাকবেন। এটি রিবুট নয়। এটি ধারাবাহিক। তার অপেক্ষা সইছে না। তিনি এর জন্য পুরো প্রস্তুত।” ফোর্ড ইন্ডিয়ানা জোন্সের চরিত্রে ‘রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’ (১৯৮১), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম’ (১৯৮৪), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ (১৯৮৯) এবং ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল’ (২০০৮) চলচ্চিত্র চারটিতে অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।