Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাটাইলে জাল দলিল প্রস্তুতকারী চক্রের ২ সদস্যের কারাদন্ড

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঘাটাইলে জাল দলিল প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে এক বছর করে জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহান তাদেরকে এ কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের মাইন উদ্দিনের ছেলে আকবর হোসেন এবং হাতিমারা গ্রামের বারেক মিয়ার ছেলে মো. রিপন মিয়া। র‌্যাব-১২ টাঙ্গাইল গত রোববার ভোরে তাদের আটক করে। এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হাতিমারা গ্রামে র‌্যাব-১২ টাঙ্গাইল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল দলিল, খতিয়ান, পরচা, জমি ক্রয় বিক্রয়ের নথি, উচ্চআদালতের আদেশ কপি, ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি কর্মকর্তা, কানুনগো, বিভিন্ন ভূমি কর্মকর্তা ও অফিস সহকারীর জাল সিলসহ আকবর হোসেন ও মো. রিপন মিয়া নামে জাল দলিল প্রস্তুতকারী চক্রের দুই হোতাকে আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘাটাইলে জাল দলিল প্রস্তুতকারী চক্রের ২ সদস্যের কারাদন্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ