Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৯ পিএম | আপডেট : ৫:৩৩ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ব্যাট করছে ভারত। ৪৫ ওভারে ৯ উইকেটে ১৭২ রান তাদের। ভারতের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল বড় হচ্ছে। ৪৩তম ওভারে রাকিবুল হাসানকে পয়েন্টে মেরেছিলেন ধ্রুব জুরেল। রান নেওয়ার জন্য তিনি দৌড়ালেও নন স্ট্রাইকে থাকা অথর্ব আনকোলেকার দৌড়াননি। তাতে দুজনই একপ্রান্তে ছিলেন, আর স্ট্রাইকিং প্রান্তে শামীম হোসেনের থ্রোয়ে আকবর আলী স্টাম্প ভাঙেন। তাতে আরেক সেট ব্যাটসম্যান জুরেল ২২ রানে আউট হন। কে আউট হয়েছেন, সেটা জানতে থার্ড আম্পায়ারের বেশ সময় লাগে।

পরের ওভারে রবি বিষ্ণয়কে রান আউট করেন শরিফুল ইসলাম। এরপর অভিষেক দাস বোল্ড করেন আনকোলেকারকে (৩)।শরিফুলের জোড়া আঘাতে বাংলাদেশের স্বস্তি

৪০তম ওভারের পঞ্চম বলে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন শরিফুল ইসলাম। পঞ্চম বলে যশস্বী জয়সাওয়ালকে ৮৮ রানে তানজিদ হাসান সাকিবের ক্যাচ বানান। পরের বলে সিদ্ধেশ বীরকেও এলবিডাব্লিউ করেন বাঁহাতি পেসার। তাতে স্বস্তি ফিরেছে বাংলাদেশের ক্রিকেটারদের মনে।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সতর্ক শুরু করে গতবারের চ্যাম্পিয়নরা। সপ্তম ওভারে দিব্যাংশ সাক্সেনাকে (২) ফেরান অভিষেক দাস। ব্যাকওয়ার্ড পয়েন্টে ভারতীয় ওপেনারের ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়।
এরপর জয়সাওয়াল ও তিলক ভার্মা ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন। তাদের ৯৪ রানের শক্ত জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ৩৮ রানে শরিফুলের ক্যাচ হন তিলক। অধিনায়ক প্রিয়ম গর্গ বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ