নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনালে আজ (রােববার) টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। আগে ব্যাট করতে নামা ভারতীয় ওপেনারদের শুরুতেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা।
বল হাতে ইনিংসের সূচনা করতে গিয়ে প্রথম ওভারই মেইডেন নিয়েছেন শরীফুল হাসান। সেই ধারা বজায় ইনিংসের সপ্তম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেয় অভিষেক দাস। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ভারতের ওপেনার দিব্বংশ সাক্সেনাকে শিকার করেন তিনি। মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হওয়ার আগে ৭ বল খেলে ২ রান করে এই ওপেনার।
প্রথমবার আইসিসির বৈশ্বিক কোনো ইভেন্টের ট্রফি জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। তাও আবার বিশ্বকাপের মতো প্লাট ফর্মে। তবে কঠিন প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে টাইগার যুবাদের। তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
বাংলাদেশ প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠলেও পাঁচ ফাইনাল চারবার শিরোপা জিতেছে ভারত। মহারণে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। হাসান মুরাদের পরিবর্তে একাদশে এসেছেন অভিষেক দাস। ভারত অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।