বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ মহেশপুরের বগা গ্রামে এক স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস নামের এক কবিরাজকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক কবিরাজ পার্শ্ববর্তী যশোর জেলার চৌগাছার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে মহেশপুরের বিভিন্ন স্থানে কুদ্দুস কবিরাজি করে আসছিলেন। এর সূত্র ধরে বগা গ্রামের ওই স্বামী পরিত্যাক্তা নারীর সঙ্গে তার পরিচয় হয়। শনিবার রাতে তার স্বামীকে ফিরিয়ে আনার কথা বলে তাকে ধর্ষণ করে কুদ্দুস।
এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। রোববার সকালে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে মেডিক্যাল করার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।