Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ট্রলারের মধ্যে কিশোরীকে গণধর্ষণ, আটক ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১:৪২ পিএম | আপডেট : ১:৫৫ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২০

ভোলার চরফ্যাশনের দুর্গম চর ইউনিয়ন কুকরি মুকরি ইউনিয়নের দৃষ্টিনন্দন পর্যটন এলাকা নারকেল বাগানে এক কিশোরীকে ট্রলারের মধ্যে আটকে রেখে জোরপূর্বক গণধর্ষণের অভিযোগ উঠেছে।

বাংলাদেশ কোস্ট গার্ড চরফ্যাশন ইউনিট ঘটনাস্থল থেকে ভোর সাড়ে ৪টায় ৫ জনকে আটক করে রোববার সকাল সাড়ে ৬টায় দক্ষিণ আইচা থানায় সোর্পদ করে। আভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের মামলা দায়ের হয়েছে।

দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, শনিবার রাতে কুকরি মুকরি নারকেল বাগানের অদূরে একটি ভাসমান ট্রলার কোস্টগার্ডের টহল অবস্থায় সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন এক কিশোরী হাত বাঁধা, সে তাদের কবল থেকে বাঁচতে চিৎকার করে। এসময় ট্রলারে থাকা দক্ষিণ আইচা চনং ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউসুপ হাসান সর্দার (২১), ৫নং ওয়ার্ডের হাকিম দিদারের ছেলে সোহেল রানা দিদার (২০), চরমানিকা ৬নং ওয়ার্ডের মোকাম্মেল সিকদারের ছেলে ওয়াসেল আহমেদ সিকদার ( ২২), চর ৪নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের আবুল কাশেম হাং ছেলে মোর্শেদ হাং (৩৫) ও একই গ্রামের ইসমাইল ফকিরের ছেলে রুপন ফকির (২০)কে ভিক্টিম কিশোরীসহ আটক করে।
কোস্টগার্ড চরফ্যাশন কমান্ডার মোঃআলমগীর হোসেন জানান, কিশোরী মেয়েটির বাড়ি চরফ্যাশন আসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড। মেয়েটিকে সেখানে নেয়া হয়েছে মূলতঃ গণধর্ষণের উদ্দেশ্যে এটা অনেকটা নিশ্চিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ