Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিআরপির শীর্ষে ধারাবাহিক আদালত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

এম কে প্রোডাকশনের ব্যনারে নির্মিত আশরাফ উল ইসলাম পিপিএম-এর পরিচালনা ও অভিনীত ধারাবাহিক টিআরপি রেটিংয়ে শীর্ষ স্থানে রয়েছে। ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন হাবিব শাকিল ও রাইটার প্যানেল আছেন- ছন্দ, জিমি, মমর রুবেল এবং মিজানুর রহমান লাবু। আশরাফ উল ইসলাম পিপিএম বলেন, আদালত-এর কেন্দ্রীয় চরিত্রটি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার মতে এই চরিত্রটি যে কোন অভিনয় শিল্পীর জীবনে স্বপ্নের চরিত্র। দর্শক এত স্বল্প সময়ে ধারাবাহিকটিকে এভাবে গ্রহণ করবে ভাবতে পারিনি। আশা করছি, এর জনপ্রিয়তা দিনদিন আরো বাড়বে। আদালত-এর নির্বাহী প্রযোজক পীযুষ সেন বলেন, অনেকেই ইউটিউবে কমেন্ট এ বলছেন এটি আমাদের পার্শবর্তী দেশের মতো হচ্ছে না, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, তাঁরা যে পরিমান বাজেট পাচ্ছে আমরা তার ১০ ভাগের ১ ভাগের মত বাজেট পাচ্ছি। এর মধ্যেই ভাল করার চেষ্টা করছি। আদালত প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮:৩০মিনিটে একুশে টেলিভিশনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্ন

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ