Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিগ ব্যাশ শিরোপা সিডনি সিক্সার্সের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২৩ পিএম

বিগ ব্যাশ লিগের শিরোপা পুনরুদ্ধার করল সিডনি সিক্সার্স। আজ (শনিবার) নবম আসরের ফাইনালে মেলবোর্ন স্টার্সকে ১৯ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সিডনির দলটি।

২০১১-১২ মৌসুমে প্রথমবার আয়োজিত অস্ট্রেলিয়ার ঘরোয় এই ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছিল সিডনি সিক্সার্স। দীর্ঘ ৯ বছর পর আবারো ট্রফি ঘরে তুলল সিক্সার্স। অপরদিকে তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ অপূর্ণই রয়ে গেল মেলবোর্ন স্টার্সের।

এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পুন:নির্ধারিত ম্যাচে টস হেরে ১২ ওভারে ৫ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে সিডনি থান্ডার্স। ১৫ বলে অপরাজিত ২৭ রান করেন জর্ডান সিল্ক ও স্টিভ স্মিথ করেন ১২ বলে ২১। স্টার্সের হয়ে অ্যাডাম জ্যাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল নেন ২টি করে উইকেট।

জবাবে ৬ উইকেটে ৯৭ রান তুলতে সক্ষম হয় মেলবোর্ন স্টার্স। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্টার্স। ৫৪ রানের মধ্যে নাথ্যান লায়ন, জশ হেইজেলউড, স্টিভ ও’কিফরা তুলে নেন ৬ উইকেট। ২৬ বলে দুটি করে ছক্কা-চারে ৩৮ রানে অপরাজিত থাকেন নিক ল্যার্কিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ