Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ওয়াজের নামে খালেদা ও সাইদির মুক্তি ইসলামের মুক্তি না- শিরীন আখতার

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০৬ পিএম

আজকে সারা বাংলাদেশে ওয়াজ চলে।এসব ওয়াজে আবার শোনা যায় খালেদার মুক্তির কথা, সাইদির মুক্তির কথা। ওয়াজের নামে খালেদা ও সাইদির মুক্তি আসলে ইসলামের মুক্তি নয় বলে উল্লেখ করেন জাসদেও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।শনিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই সাবেক স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেত্রী।শিরীন আখতার বলেন, আজকে সারা বাংলাদেশে যে ওয়াজ চলে সেসব ওয়াজ মাহফিলে সবার আগে আক্রমন আসে আমাদের নারীর ওপরে, আক্রমন আসে আমার বাংলার সংস্কৃতির ওপরে, আমাদেও মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে কিনা তা তারা নির্ধারণ কওে দেন। শফি হুজুর বলেন যে, স্কুল কলেজে যেসব মেয়েরা পড়ে তারা খারাপ কাজ করে। মেয়েদেও লেখাপড়া বন্ধের বিষয়ে তিনি নসিহত করেন।তিনি আরো বলেন, আমাদের এসব বিষয়ে প্রতিরোধ গড়তে হবে।আজ সারা দেশে প্রতিটি জেলা উপজেলায় মডেল মসজিদ তৈরী হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং অতীতের তুলনায় ইসলাম চর্চা বেশিই হচ্ছে এখন। এরপরও যদি বলা হয় দেশের ইসলাম চলে যাচ্ছে, ধর্ম চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে এসব নিয়ে দেশে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে।জাসদের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি রাজিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান বাদশা।এসময় আরো বক্তব্য দেন জাসদের জেলা কমিটির সহ সভাপতি জর্জিসুর রহমান, খাদেমুল ইসলাম। সম্মেলনে কন্ঠ ভোটের মাধ্যমে অধ্যক্ষ রাজিউর রহমানকে সভাপতি ও মোমিনুল হক মনিকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করে ঠাকুরগাঁও জেলা জাসদ জেলা কমিটি গঠন করা হয়।



 

Show all comments
  • ** হতদরিদ্র দীনমজুর কহে ** ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩৩ পিএম says : 0
    বুনিয়াদি সমাজতন্ত্র,শ্রমিকরাজ,কৃষকরাজ আর শ্রেনী সংগ্রাম প্রতিস্ঠার আন্দলনে দীর্ঘ দুইযুগ সম্পৃক্ত থেকে আজ নিজেকে গুটিয়ে নিয়েছি।কথা আর কাজের কোন মিল না থাকাই গুটি নেওয়ার কারন।আজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত করি।দীন মজুরী করিয়া জীবিকা অর্জন করি।পরম সুখে দিন কাটাই আলহামদুলিল্লাহ....।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ