Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মাসুদকে বোল্ড করলেন তাইজুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৪৫ পিএম | আপডেট : ৩:৫১ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২০

৫৪ বলে ছুঁয়েছিলেন ফিফটি, সেঞ্চুরিতে পৌঁছালেন ১৫৭ বলে। বল অনুযায়ী খেলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন শান মাসুদ। অবশ্য এরপর আরও কোনো রান যোগ করতে পারেননি। ফিরে গেছেন তাইজুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে। পাকিস্তানের বাঁহাতি ওপেনারের বিশ্বাস হচ্ছিল না ঠিক কি হয়েছে। ফুল লেংথ বল ড্রাইভ করতে চেয়েছিলেন। একটু মন্থর ছিলেন তিনি। ব্যাট নামাতে নামাতে বল আঘাত হানে স্টাম্পে। ভাঙে ১১২ রানের তৃতীয় উইকেট জুটি।

১৬০ বলে ১১ চারে ১০০ রানে ফিরেন মাসুদ। ফিফটিতে পৌঁছানোর পথে মেরেছিলেন নয়টি চার। ৫৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২০৫/৩। ক্রিজে বাবার আজমের সঙ্গী আসাদ শফিক।

এর আগে টেস্টের প্রথম দিনে (৭ ফেব্রুয়ারি) টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম ইনিংসে ২৩৩ রানে অল আউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। এটিই বাংলাদেশের ইনিংসে এক মাত্র অর্ধশতকের ইনিংস।  অপরদিকে স্বাগতিকদের হয়ে ৫৩ রানে ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ