Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপূর্তমন্ত্রী আবুধাবি যাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৯ এএম

ওয়ার্ল্ড আরবান ফোরামে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে আজ শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের যাচ্ছেন গৃহায়ন ও গণপ‚র্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। গতকাল শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ওয়ার্ল্ড আরবান ফোরামে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর আগামী ৯ ফেব্রæয়ারি সাংস্কৃতিক উদ্ভাবনের অগ্রায়ন ও অর্থায়নে জাতীয় কৌশল: চ্যালেঞ্জ ও ভালো উদাহরণ বিষয়ে মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। টেকসই নগরায়ণের জন্য অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, অন্তর্ভুক্তিম‚লক উন্মুক্ত বিতর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে টেকসই নগর উন্নয়নে সমন্বিত জ্ঞানের প্রসার, টেকসই নগরায়ণের অগ্রসরতায় সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি ওয়ার্ল্ড আরবান ফোরামের উদ্দেশ্য। পরবর্তীতে ভয়েসেস ফ্রফ সিটি’স, নেটওয়ার্কিং ইভেন্ট-সহ ফোরামের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং কান্ট্রি স্টেটমেন্ট প্রদান করবেন।
সিটি’স অব অপরচুনিটিস-কানেক্টিং কালচার অ্যান্ড ইনোভেশন’ থিম নিয়ে আজ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড আরবান ফোরামের দশম সেশন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ইউএন-হ্যাবিটেটের আয়োজনে নগরসমূহর চ্যালেঞ্জের ওপর অন্যতম অন্তর্ভুক্তিম‚লক আন্তর্জাতিক সভা হচ্ছে ওয়ার্ল্ড আরবান ফোরাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ