Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েদের সমান সুযোগ দিতে সরকার বদ্ধপরিকর -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ৭:১১ পিএম

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, দেশের প্রচলিত বিভিন্ন খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও সমানভাব সুযোগ দেয়ার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। আমরা সেই লক্ষে খেলাধুলায় মেয়েদের অংশগ্রহনে জন্য কাজ করে যাচ্ছি। তিনি আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দক্ষিন কেরানীগঞ্জের আমবাগিচা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে নসরুল হামিদ স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত প্রমিলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন,ছেলে-মেয়ে একসঙ্গে কাজ করলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, জাতীয় সংসদের স্পিকার মহিলা ও বিরোধীদলীয় নেত্রীও একজন মহিলা। কেরানীগঞ্জে মেয়েদের নিয়ে ক্রিকেট, ব্যাটমিন্টন ও ফুটবলসহ অন্যান্য খেলা পর্যায়ক্রমে চালু করা হবে। ইতিমধ্যেই হ্যান্ডবলে মহিলা জাতীয়দলে কেরানীগঞ্জ থেকে একজন মেয়ে খেলোয়ার সুযোগ পেয়েছে। প্রতিমমন্ত্রী বলেন, কেরানীগঞ্জে আমরা একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মান করেছি। আমরা এখানে একটি ফুটবল স্টেডিয়ামও নির্মান করব। খেলাধুলার মাধ্যমেই একমাত্র সমাজকে মাদকের হাত থেকে মুক্ত করা সম্ভব। নসরুল হামিদ স্পোর্টস একাডেমির সভাপতি এ্যাডভোকেট মোঃ জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ,জাতীয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক,আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, নসরুল হামিদ স্পোর্টস একাডেমির সাধারন সম্পাদক ডা. মোঃ সেলিম ও প্রমিলা হ্যান্ডবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাসরিন পপি প্রমুখ। মাসব্যাপি এই টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহন করেছেন। উদ্ধোনী খেলায় জিনজিরা পীএম পাইলট স্কুল এন্ড কলেজ ও আমবাগিচা মহিলা কলেজ টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ