নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হয়েছে রাওয়ালপিন্ডিতে। টসে হেরে ব্যাটিয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। মধ্যাহ্নভোজ থেকে ফিরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ হারায় নাজমুল হোসেন শান্তকে। আব্বাসের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি। তার আগে খেলেছেন ১১০ বলে ৪৪ রানের ইনিংস। বাউন্ডারি মেরেছেন ছয়টি। সেট হয়েও দলীয় ১০৭ রানে ফিরে গেছেন মাহমুদউল্লাহ (৪৮ বলে ২৫)। উইকেটে জমে যাচ্ছিলেন লিটন-মিঠুন।
কিন্তু ১৬১ রানে ব্যক্তিগত ৩৩ রানে হারিস সোহেলের বলে এলবিডব্লু হন লিটন। ৪৬ বলে সাত চারের সৌজন্যে এই রান করেন তিনি। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৬৩ ওভারে ৬ উইকেটে ১৭২ রান তুলেছে। মিঠুন ৩০ ও তাইজুল ১ রান নিয়ে ব্যাট করছেন। শাহিন আফ্রিদি ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৯ রানে ২ উইকেট শিকার করেছেন আব্বাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।