Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরে গেলেন মুমিনুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৪৫ পিএম

রাওয়ালপিন্ডিতে শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর দলকে উদ্ধার করার চেষ্টা করছেন অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ৬২ রানের মাথায় এ জুটি ভাঙেন শাহিন আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল। তার আগে ৫৯ বলে পাঁচ চারের সাহায্যে ৩০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এ প্রতিবেদন লেখার সময় ২৪.২ ওভারে ৩ উইকেটে ৭১ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ৩১ রান নিয়ে ব্যাট করছেন। ৩০ রানে ২ উইকেট নিয়েছেন আফ্রিদি।

সবশেষ পাকিস্তানের মাটিতে ২০০৩ সালে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। তারপর সুদীর্ঘ সময় পর আবার টেস্টে খেলতে নামল মুমিনুল হকের দল। প্রথম দফায় বাংলাদেশ দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যদিও বৃষ্টির কারণে তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল। বাংলাদেশ হেরেছিল ০-২ ব্যবধানে। এবার দ্বিতীয় দফার সফরে বাংলাদেশ একটি টেস্টই খেলছে রাওয়ালপিন্ডিতে। তারপর তৃতীয় দফা সফর করবে বাংলাদেশ দল এপ্রিলে। তখন একটি টেস্টের সঙ্গে খেলবে একটি ওয়ানডেও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ