পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ৭৩ শতাংশ ভোটার ভোট না দেওয়ার ঘটনা সরকারের প্রতি চরম অনাস্থা বলে মন্তব্য করেছে ৪টি রাজনৈতিক সংগঠন। জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট গতকাল এক বিবৃতিতে এ মন্তব্য করে।
বিবৃতিতে ৪ সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোটারদের অভিনন্দন জানান। তারা বলেন, এই প্রত্যাখান সরকারের প্রতি এবং নির্বাচন কমিশন ও প্রশাসনিক ব্যবস্থার প্রতি এক চরম অনাস্থার বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে পূর্ব রাতেই নির্বাচন কমিশন-প্রশাসন-পুলিশ-আওয়ামী লীগ ভোট ডাকাতি সম্পন্ন করে ধাপ্পাবাজির নির্বাচন করেছিল। বর্তমান হাসিনা সরকার ও জাতীয় সংসদ জনগণের অসম্মতিতে গঠিত হয়েছিল জনগণ সেসব ভুলে যায়নি। জনগণ ভুলে যায়নি ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পূর্বেই ১৫৩ জন আওয়ামী লীগ দলীয় সংসদ নির্বাচন প্রার্থীকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ‘নির্বাচিত’ ঘোষণা করবার ঘটনা। নির্বাচনে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং-এর রাজনৈতিক তৎপরতার কথা। নেতৃবৃন্দ বলেন, বিশাল সংখ্যক ভোটারের (৭৩%) ভোটদান না করা প্রমাণ করেছে বিদ্যমান ফ্যাসিবাদী শাসনে জনগণের ইচ্ছার প্রতিফলন সম্ভব নয়। জনগণের এই অনাস্থা ও প্রত্যাখান জনগণের হাতে ক্ষমতা আনার পথ, জনগণের সরকার- রাষ্ট্র গঠনের নতুন পথ সন্ধানেরই এক ইঙ্গিত। শাসকশ্রেণীর এই ভুয়া নির্বাচনী ব্যবস্থাকে ফেলে দিতে তাই জনগণ গণআন্দোলন গণঅভ্যুত্থানের পথ বেছে নেবে, জনগণের গণতান্ত্রিক বলপ্রয়োগের পথে অগ্রসর হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।