Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত রায়ের সভাপতিত্বে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক। বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. শোয়েব মো. শাহরিয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিবি প্রোগ্রামের সুভারভাইজার মো. কামরুজ্জামান প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন। জলাতঙ্ক রোগ নির্মূলের আওতায় বুধবার থেকে এ উপজেলার ১৩টি ইউনিয়নে সকল কুকুরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। ১০ জনের সমন্বয়ে ২৮টি বিশেষজ্ঞ টিম ৫ দিনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে বলে অবহিকত করণ সভায় জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোগ

১৬ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ