Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে পবিত্র শবেকদর পালিত

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : রাতভর মসজিদে মসজিদে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াতসহ এবাদত বন্দেগী এবং ইন্তেকাল করা নিকটজনের রুহের মাগফিরাত কামনা করে মাজার জিয়ারতের মাধ্যমে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। লাইলাতুল কদর উপলক্ষে বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের মসজিদগুলোতে মুসুল্লীদের ঢল নামে গতরাতে। বরিশাল মহানগরীর জামে এবাদুল্লাহ মসজিদসহ বেশ কিছু মসজিদে গতরাতে খতমে তারাবিও অনুষ্ঠিত হয়। কদরের রাতে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মুসল্লী সমাগম হয় ফরিদপুরের বিশ্বজাকের মঞ্জিলে। বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান বিশ্বজাকের মঞ্জিলে সমবেত হয়ে রাতভর নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকিরসহ মোরাকাবা-মোশাহেদায়ও অংশ নেন।
বরিশাল কেন্দ্রীয় মুসলিম গোরস্থানসহ সবগুলো গোরস্থানেই রাতভর মুসল্লীগণ নিকটজনসহ বুজুর্গানে দ্বীনের মাজার জিয়ারত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণাঞ্চলে পবিত্র শবেকদর পালিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ