পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলা-উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সীতাকুন্ডে ট্রাক চাপায় তিন শ্রমিক, রাজশাহী ও চাঁদপুরে ২ জন করে, লালপুর, কলাপাড়া, গোমস্তাপুর, দিনাজপুর ও টাঙ্গাইলে একজন।
সীতাকুন্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুন্ডে বাঁশবাড়ীয়া এলাকায় ট্রাক চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,চট্টগ্রাম চন্দনাইশ এলাহাবাদ গ্রামের বাসিন্দা মৃত রমজান আলী’র পুত্র মো. নুরুল আমিন(৫৫), উত্তর দীঘলদি ভোলা সদর এলাকার মৃত গহর আলী সর্দারের পুত্র ফজলু বেপারী (৬০)ও একই জেলার বাসিন্দা মৃত শামসুল শিকদারের পুত্র মো. হান্নান (৪২)।
রাজশাহী : রাজশাহী গোদাগাড়ীর তানোর আমনুরা মহাসড়কের সাধুরমোড় এলাকায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে গতকাল দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এক সহপাঠী প্রাণে বেঁচে গেছে। তারা সবাই রাতাহারি ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীরা হলেন, উপজেলার আতাহার-রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আব্দুল আলিম সোহাগ (১২) ও আলমঙ্গীর হোসেনের ছেলে সুমন (১১)। এছাড়া আহত সহপাঠী হলেন, জাহিদ হাসান (১১)।
দিনাজপুর : দিনাজপুরের কাহারোল উপজেলায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গতকাল মো. ফারুক হোসেন (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার ভাতগাঁও বীজের পশ্চিমপাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের অন্যান্য পরিচয় পাওয়া যায়নি।
চাঁদপুর : চাঁদপুর-হাইমচর সড়কের চান্দ্রা ইউনিয়নে গতকাল বালুভতি পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪জন। নিহত যাত্রী নুর মোহাম্মদ বেপারীর(৬০) বাড়ী হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রাম ও সিএনজি চালক সিরাজ আলগি ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় নিহত নুর মোহাম্মদ বেপারীর পরিবারের অপর আহতরা হলেন, আমেনা (৩৮) ফিরোজা বেগম (৬০) ও জাহিদ হাসান (৮)।
টাঙ্গাইল : টাঙ্গাইলে বাস চাপায় আরমান রায়হান (২৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ সড়কের গণপূর্ত কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য টাঙ্গাইল সদর থানায় কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্র্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে গত মঙ্গলবার রাতে গরুবাহি ভুটভুটির ধাক্কায় বাচ্চু খান (৭২) নামের একজন নিহত ও আনার সাজী (৭৩) নামের অপর একজন আহত হয়েছেন। নিহত বাচ্চু খান (৭২) ও আনার সাজী (৭৩) উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা।
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিআরটিসি বাসের ধাক্কায় গতকাল মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে এসো (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয় ওই শিক্ষার্থীর মা ইমেন হাওলাদার (৩৪) ও ফুফু মায়ে (২৮)। নিহত এসো আলীপুর হাতিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও কালাচান পাড়া রাখাইন পল্লীর উবাচুর এক মাত্র সন্তান।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর এলাকায় গতকাল ট্রাক চাপায় এক মহিলা নিহত ও একজন আহত হয়েছে। স্থানীয়রা জানান, রহনপুর থেকে আড্ডা গামী একটি দ্রুতগামী ট্রাক একটি ব্যাটারি চালিত অটোভ্যান কে চাপা দিলে ভ্যান আরোহী রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের বাদলের স্ত্রী জাহানারা বেগম (৪০) ঘটনাস্থলেই মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।