Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেনদেন-সূচক কমেছে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

 ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের পর দুইদিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকলেও গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এতে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমানে শেয়ারবাজারে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে।

ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, গতকাল যে দরপতন হয়েছে তা স্বাভাবিক মূল্য সংশোধন। টানা দাম বাড়ার কারণে এখন কিছুটা মূল্য সংশোধন হলো। এতে বিনিয়োগকারীদের আতঙ্কের কোনো কারণ নেই।
ডিএসইর এক সদস্য বলেন, শেয়ারবাজারের ওপরে বিনিয়োগকারীদের আস্থা এখনও সেভাবে ফেরেনি। যে কারণে বাজার একটু ঊর্ধ্বমুখী থাকলেই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চাপ বাড়াচ্ছেন। এদিনও তেমনটি ঘটেছে। লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় এক পর্যায়ে বিক্রির চাপ বেড়ে যায়। এ কারণেই সূচকের পতন হয়েছে।

তিনি বলেন, সরকার শেয়ারবাজার ভালো করতে চায় এটা এখন অনেকটাই স্পষ্ট। বাজার ভালো করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সবকিছু কথার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ফলে কী ধরনের পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে বিনিয়োগকারীরা এক ধরনের দ্বিধাদ্ব›েদ্ব রয়েছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ে
লনদেনের শুরুতে এদিন ডিএসইতে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে সূচকেও দেখা দেয় ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়।
কিন্তু শেষ দেড় ঘণ্টার লেনদেনে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে থাকে। ফলে নিম্নমুখী হয়ে পড়ে সূচক। একই সঙ্গে পতন হয় ডিএসইর সবকটি মূল্য সূচকের।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে কমে ১৭৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম। বেশিরভাগ প্রতিষ্ঠানের এ দরপতনের ফলে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে চার হাজার ৪৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৮৮ লাখ টাকা।। আগের দিন লেনদেন হয় ৫০৬ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫২ কোটি ৪৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে। বাজারে লেনদেন হয়েছে ১৮ কোটি ২০ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৪৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ