Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চতুর্থ দিনেও উদ্ধার হয়নি তোহা মনি

স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রাজধানীর কদমতলী এলাকার মিরাজনগরে খালে পাড়ে নিখোঁজ হওয়া তোহা মনিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ইনকিলাবকে এমন তথ্য জানানো হয়েছে। এদিকে তোহা মনি উদ্ধার না হওয়াতে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছেন তার স্বজনেরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, গতকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সারা দিন চেষ্টা করে তোহা মনিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সন্ধ্যায় ডুবুরি দল ফিরে আসে। তবে আজ সকালে আবার উদ্ধার কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার বিকেলে কদমতলী রায়েরবাগে মিরাজনগর এলাকায় খেলতে গিয়ে তোহা মনি নিখোঁজ হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তোহা মনির বাবার নাম এরশাদ। মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায় তার বাসা। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চরশেলই গ্রামে। তোহা মনি মেরাজনগর ফারহা মডেল স্কুলে শিশু শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, গত শনিবার বিকাল ৪টার দিকে মেরাজনগর ডি ব্লকে বাসার পাশে ডিএনডি খালে ওপর কালভার্ট ব্রিজে অন্য শিশুদের নিয়ে খেলা করছিল তোহা মনি। ব্রিজটির রেলিং না থাকায় একপর্যায়ে শিশু তোহা মনি ডিএনডি খালের দুর্গন্ধ ও ময়লাযুক্ত কালোপানিতে পড়ে যায়। তবে মুহৃর্তের মধ্যে খালের পানির স্রোতে শিশুটিকে অন্যত্র চলে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে পথচারীরা শিশুটিকে উদ্ধারে খালে নেমে পড়েন। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। তবে গতকাল পর্যন্ত তাকে উদ্ধার না হওয়াতে পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

গতকাল সন্ধ্যায় তোহা মনির পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী ফারুক মিয়া জানান, তোহা মনির জন্য পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। তার পিতা-মাতা শুধু কান্না করছেন। কবে কখন তাকে উদ্ধার করা হবে সেই অপেক্ষায় রয়েছেন সবাই। তবে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি এলাকার লোকজনও কাজ করছে বলে জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ