Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল সীমান্তে হুন্ডি পাচার থামছে না

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বেনাপোল সীমান্ত দিয়ে থামছে না হুন্ডি পাচার। গত ২ বছরে সীমান্ত এলাকা থেকে ২০ কোটি ২৫ লাখ টাকা, ৮ লাখ ইউএস ডলার, ৮ লাখ রুপি ও ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড জব্দ করেছে বিজিবি, পুলিশ ও শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে ধারণা করা হচ্ছে পাচার হয়েছে কয়েকগুণ।
অভিযোগ আছে, প্রশাসনের নাকের ডগাই চেকপোস্টের বৈধ ও অবৈধ মানিচেঞ্জার ব্যবসায়ী, পাসপোটধারী যাত্রীদের মাধ্যমে সিমান্ত পথে হুন্ডি পাচার করছে। কেউ কেউ আটক হলেও পর্দার আড়ালে থেকে যায় প্রকৃত চোরাকারবারীরা।

বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট এলাকায় ভারতের সাথে ৫ কিলোমিটার সিমান্ত রয়েছে। এ সিমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অর্থ পাচার হয়ে থাকে। বিশেষ করে ব্যাংক হিসাব বিবরণী দিয়ে ভিসা পাওয়া পাসপোর্টধারী যাত্রীরা ভারতে যাওয়ার সময় হুন্ডির মাধ্যমে অর্থ নিয়ে যান। এছাড়া চোরাচালানীরা লেনদেন হুন্ডির মাধ্যমে করে থাকে।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় হুন্ডি পাচারকারীরা বেনাপোল সিমান্ত ব্যবহার করে থাকে। এ ক্ষেত্রে বিজিবি সতর্ক রয়েছে ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। ২ বছরে ১৬ কোটি টাকা জব্দ করা হয়েছে’।
নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, শার্শা ও বেনাপোল পোর্ট থানায় গত ২ বছরে অর্থপাচার আইনে ৯৭ জনকে আসামি করে ৭১ টি মামলা হয়েছে। এ সময় ৪ কোটি ২৫ লাখ টাকা, ৮ লাখ ইউএস ডলার, ৮ লাখ রুপি ও ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড জব্দ করা হয়েছে। অর্থ পাচার প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ