Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রিয়াজ

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি চিত্রনায়ক রিয়াজ ক্রোজা নামে ইলেকট্রনিক্স পণ্যের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে তিনি ঢাকার বাইরে খুলনা, চাঁদপুর, মানিকগঞ্জ, রংপুরে ক্রোজার বেশ কয়েকটি শোরুম উদ্বোধন করেছেন। পাশাপাশি ডিলার কনফারেন্স ছাড়াও কোম্পানির সঙ্গে বেশ কয়েকটি আনুষ্ঠানিক মিটিংও সম্পন্ন করেছেন। জানা গেছে, বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডহোমের কর্ণধার এবং পরিচালক রিমন মেহেদীর সংশ্লিষ্টতায় ‘ক্রোজা ইলেকট্রনিক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন রিয়াজ। গত মাসের মাঝামাঝি ক্রোজার সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল²ীপুর ৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ এবং ১ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এছাড়া এখানে আরও উপস্থিত ছিলেন ক্রোজার ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, চুক্তি অনুযায়ী চিত্রনায়ক রিয়াজ বর্তমানে শোরুম উদ্বোধনসহ কোম্পানির আনুষঙ্গিক কাজকর্মও চালিয়ে যাচ্ছেন নিয়মিত। ঈদের পর পরই ক্রোজার প্রথম বিজ্ঞাপনচিত্র এবং বিলবোর্ডে অংশ নেবেন তিনি। আর ক্রোজা ইলেকট্রনিক্সের মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করছে বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাডহোম’। রিয়াজ বলেন, ক্রোজা পণ্যের গুণগত মান নিয়ে আমি পুরোপুরি আস্থাশীল। অতি অল্প সময়ে ইলেকট্রনিক্স বাজারে ভালো একটা অবস্থান তৈরি করে নিয়েছে ক্রোজা। ভালো লাগছে এরকম একটি কোম্পানির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে। আমি নিরলস চেষ্টা করে যাবো কোম্পানির অগ্রগতি এবং সফল্যের জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রিয়াজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ