মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মুসলিম দেশগুলোর সংগঠন ‘অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন’ (ওআইসি)। ট্রাম্পের পরিকল্পনাটি নিয়ে ৫৭ সদস্যর ওআইসি সউদী আরবের জেদ্দায় সোমবার এক জরুরি বৈঠক করেছে। সেখানেই এক বিবৃতিতে ওআইসি জোটের সদস্য রাষ্ট্রগুলোকে এ পরিকল্পনায় জড়িত না হওয়া এবং পরিকল্পনাটি বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে কোনোরকম সহযোগিতা না করার আহŸান জানিয়েছে। এর আগে গত শনিবার এক জরুরি বৈঠকে আরব দেশগুলোর জোট আরব লিগও ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিল। ফিলিস্তিনি নেতাদের অনুরোধে এরপর ওআইসি জরুরি বৈঠক আয়োজন করে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করল। ট্রাম্প গত মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। এ পরিকল্পনায় অধিকৃত অঞ্চলের ইহুদি বসতি বাদ দিয়ে এবং প্রায় পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণের অধীনে একটি অসামরিক ফিলিস্তিন রাষ্ট্র গড়ার কথা বলা হয়েছে। ট্রাম্পের ইসরাইল ঘেঁষা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করে গত শনিবার আরব লিগের বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ সব সম্পর্ক ছিন্নের এ ঘোষণা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।