Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিটনেসে উত্তীর্ণ মুশফিক-ইমরুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৫৯ পিএম

নিরাপত্তাজনিত কারনে পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। আর চোটের কারণে পাকিস্তান সফরের টেস্ট দলেও বিবেচিত হননি ইমরুল কায়েস। চোট ছিল মুশফিকেরও। অবশেষে আজ (মঙ্গলবার) এই দুই ব্যাটসম্যানের ফিটনেস পরীক্ষা নেয়া হয়। এরপর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়ে দেন তারা খেলার জন্য ফিট।

বিসিএলের অষ্টম পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলতে কোনো বাঁধা নেই ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের সামনে। আগামী শুক্রবার থেকে শুরু হবে বিসিএলের দ্বিতীয় রাউন্ড। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন ইমরুল। মুশফিক বিসিবি উত্তরাঞ্চলের জার্সিতে।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ওয়াল্টন সেন্ট্রাল জোন মুখোমুখি হবে মুশফিকদের দল বিসিবি উত্তরাঞ্চলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্য ম্যাচটি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে। বিসিবি দক্ষিণাঞ্চল খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ