পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচন পরবর্তী সহিংসতায় ঢাকা দক্ষিণ সিটির ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়সহ বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয়ী প্রার্থী ও বর্তমান কাউন্সিলরের কার্যালয় ও তার সমর্থকদের বাড়িতে এবং দোকানপাটে হামলা ও ভাঙচুর লুটপাট করে অত্যন্ত খারাপ দৃস্টান্ত স্থাপন করেছে সন্ত্রাসীরা। তারা সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
নির্বাচন পরবর্তী সহিংসতায় ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইব্রাহিম এর কার্যালয়সহ বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা পরিদর্শন করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সোমবার সকালে ডেমরা থানার ৬৭ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।