পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর খিলগাঁও বাসাবো মান্ডা খালে তলিয়ে যাওয়া চার বছরের শিশু আসাদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে। তবে রাজধানীর কদমতলী এলাকার মিরাজনগরে খালে পাড়ে নিখোঁজ হওয়া তোহা মনিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে গত শনিবার বিকেলে কদমতলী রায়েরবাগে মিরাজনগর এলাকায় খেলতে গিয়ে তোহা মনি নিখোঁজ হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তোহা মনির বাবার নাম এরশাদ। মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায় তার বাসা। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চরশেলই গ্রামে। তোহা মনি মেরাজনগর ফারহা মডেল স্কুলে শিশু শ্রেণিতে পড়তো। স্থানীয়রা জানান, গত শনিবার বিকাল ৪টার দিকে মেরাজনগর ডি ব্লকে বাসার পাশে ডিএনডি খালে ওপর কালভার্ট ব্রিজে অন্য শিশুদের নিয়ে খেলা করছিল তোহা মনি। ব্রিজটির রেলিং না থাকায় একপর্যায়ে শিশু তোহা মনি ডিএনডি খালের দুর্গন্ধ ও ময়লাযুক্ত কালোপানিতে পড়ে যায়। তবে মুহৃর্তের মধ্যে খালের পানির স্রোতে শিশুটিকে অন্যত্র চলে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে পথচারীরা শিশুটিকে উদ্ধারে খালে নেমে পড়েন। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন।
এদিকে গত রোববার বিকেলে বাসাবো এলাকায় মান্ডা খালের পাশে অন্যশিশুদের সাথে খেলা করতে যায় আসাদুল নামের এক শিশু। এক পর্যায়ে সে খালে পড়ে আবর্জানার ভেতরে হারিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে মধ্যরাত পর্যন্ত তার সন্ধান না পেয়ে উদ্ধার কাজ স্থগিত করা হয়। পরে গতকাল সকালে আবার উদ্ধার কাজ শুরু হয়। এ সময় আসাদুলের লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।