পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই প্রায় সাড়ে ৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে গতকাল সোমবার এসব তথ্য জানানো হয়েছে। এসএসসি পরীক্ষার প্রথম দিনে সাধারণ নয়টি বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি-প্রথম পত্র এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ জানায়, প্রথম দিনের পরীক্ষায় সারা দেশে ৫ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন। তবে প্রথম দিনে কোনো শিক্ষক বহিষ্কারের ঘটনা ঘটেনি। এ দিন সারা দেশে তিন হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল।
জানা যায়, সাধারণ ৯টি বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ছিল সব চেয়ে বেশি। এ বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৮২৫ পরীক্ষার্থী। তবে এ শিক্ষা বোর্ডের আওতায় কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ৪০০ জন। অসদুপায় অবলম্বন করায় দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এ বোর্ডে। এরপরে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ৬৫৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার একজন। এছাড়া, সিলেটে ৩৫৮, দিনাজপুরে ৪৭০ জন, বহিষ্কার একজন, কুমিল্লায় ৪৯৯ জন, যশোরে ৫৩৬ জন, বহিষ্কার একজন, ময়মনসিংহে ৩৫২ জনসহ মোট ৫ হাজার ৪৪৭ জন অনুপস্থিত ও পাঁচ জনকে বহিষ্কার করার হয়েছে। তবে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের হিসেব পাওয়া যায়নি।
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম বারের মতো শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল সাংবাদিককের জানান, এবার ১ লাখ ২৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। যার মধ্যে ৬৬ হাজার ৫৭১ জন ছাত্র এবং ৬১ হাজার ৩৫ জন ছাত্রী রয়েছে। এ সময় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন তার সঙ্গে উপস্থিত ছিলেন।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : কলাপাড়ায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হযেেছ। সকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ’২০ সালে এসএসসি পরীক্ষার্থী ৪টি কেন্দ্রে-২৩১৮জন, দাখিল ২টি কেন্দ্রে- ৬৫২জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে-২১৩জন মোট: ৩১৮৩জন পরীক্ষায় অংশগ্রহন করে।
অপরদিকে কুয়াকাটায় এসএসসি ও দাখিল পরিক্ষা বাংলা ও কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় কুয়াকাটা এবং মহিপুরে ৩টি কেন্দ্রে ৫টি ভেন্যুতে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৮৯৮ জন পরিক্ষাথী অংশ গ্রহন করেন।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে এসএসসি ও দাখিলে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষার পরিবেশ সুষ্ঠ ও নকলমুক্ত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস যাবতীয় ব্যবস্থা নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার ৫ টি কেন্দ্রে ৪৮ টি মাদ্রাসা, ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪ হাজার ৫ শত ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। এর মধ্যে ৪৮ টি মাদ্রাসায় ১ হাজার ৯ শত ৩৬ জন, ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় ২ হাজার ৪ শত ৭৪ জন এবং কারিগরি ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ শত ৬৩ জন। এদের মধ্যে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।