পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সর্বশক্তিমান আল্লাহ তায়ালাকে ভয় করুন, ইনসাফ প্রতিষ্ঠা করুন। তা না হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের মাঝে আজ আল্লাহর ভয় নেই, আমাদের মাঝে নেই ইনসাফ। যার ফলে আমরা এখন বিপথগামী।
ইসলামের ক্ষতির জন্য চারদিকে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে আমরা মুসলমান। আর মুসলমানের কাজ কী? সেটা আমাদের জানা দরকার। আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। পৃথিবীর যে প্রান্তেই আমার ভাইরা নির্যাতিত হবে, সেখানেই আমাদের প্রতিবাদ করা উচিত। সারা পৃথিবীতে আজ মুসলমান নির্যাতিত হচ্ছে।
তিনি গতকাল নরসিংদীর পাঁচদোনা তাহফিজুল কুরআন মাদরাসায় বাদ যোহর সৈয়দ ফজলুল করীম (র.) ইসলামী রিসার্চ সেন্টার (মারকায) বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সৈয়দ ফজলুল করীম (র.) রিসার্চ সেন্টার (মারকায) নরসিংদী জেলা শাখার আহবায়ক মুহাম্মদ আশরাফ হোসেন ভ‚ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী, মুফতি মাওলানা কাউছার আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।